No Internet Connection !

প্রাচীন বাংলার জনপদ


বাংলার প্রাচীন জনপদসমূহের তালিকা
প্রাচীন যুগ
প্রাচীন সভ্যতা
বিভিন্ন সভ্যতার অবদান
গ্রিক সভ্যতা
মিশরীয় সভ্যতা
মেসোপটেমীয় সভ্যতা
সুমেরীয় সভ্যতা
ব্যাবিলনীয় সভ্যতা
অ্যাসেরীয় সভ্যতা
ক্যালডীয় সভ্যতা
সিন্ধু সভ্যতা
হিব্রু সভ্যতা
পারস্য সভ্যতা
ফিনিশীয় সভ্যতা

প্রশ্ন: বাংলার প্রাচীন জনপদসমূহ কী কী? উ: বঙ্গ, পুন্ড্র, গৌড়, রাঢ়, সমতট, হরিকেল বরেন্দ্র ও বাকেরগঞ্জ।
প্রশ্ন: প্রাচীনকালের 'বরেন্দ্র' বলতে কোন জনপদকে বোঝায়? উ: গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী উচ্চভূমি প্রাচীনকালে বরেন্দ্র নামে পরিচিত ছিল।
প্রশ্ন: প্রাচীনকালে 'বাকেরগঞ্জ' বলতে কোন জনপদকে বোঝায়? উ: বরিশাল, খুলনা ও বাগেরহাট ছিল এই জনপদের অধীনে।
প্রশ্ন: প্রাচীনকালে 'সমতট' নামক জনপদটি বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায়? উ: কুমিল্লা ও নোয়াখালী এই রাজ্যের অন্তর্গত ছিল।
প্রশ্ন: জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি ছিল? উ: পুন্ড্র।
প্রশ্ন: বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উত্তর: ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী।
প্রশ্ন: বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? উত্তর: আইন-ই-আকবরী।
প্রশ্ন: কাদের রক্তধারা বাঙালি জাতির মধ্যে প্রবহমান? উত্তর: অস্ট্রিক ও দ্রাবিড়দের।
প্রশ্ন: কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? উত্তর: অস্ট্রিক।
প্রশ্ন: বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? উত্তর: অস্ট্রিক।
প্রশ্ন: গঙ্গা ও ভাগীরথী নদীর মাঝখানের অঞ্চলকে কী বলা হয়? উত্তর: বঙ্গ।
প্রশ্ন: কোন গ্রন্থে সর্বপ্রথম 'বঙ্গ' দেশের নাম পাওয়া যায়? উত্তর: ঋগ্বেদের 'ঐতরেয় আরণ্যক'-এ।
প্রশ্ন: সেন আমলে বঙ্গ কী নামে বিভক্ত ছিল? উত্তর: 'বিক্রমপুর' ও 'নাব্য'।
প্রশ্ন: প্রাচীনকালে এ দেশের নাম কী ছিল? উত্তর: বঙ্গ।
প্রশ্ন: 'বঙ্গ' নামে দেশের উল্লেখ কত বছর আগে পাওয়া যায়? উত্তর: খ্রিষ্টপূর্ব তিন হাজার বছর আগে।
প্রশ্ন: সমতটের রাজধানী কোথায় ছিল? উত্তর: কামতা।
প্রশ্ন: বাংলাদেশের কোন বিভাগে 'বরেন্দ্রভূমি' অবস্থিত? উত্তর: রাজশাহী।
প্রশ্ন: উত্তরবঙ্গ কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর: বরেন্দ্র।
প্রশ্ন: কাকে গৌড়রাজ বলা হতো? উত্তর: শশাঙ্ক।
প্রশ্ন: কার গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায়? উত্তর: পাণিনি।
প্রশ্ন: কোন রাজাদের আমলে গৌড়ের নাম-ডাক সবচেয়ে বেশি ছিল? উত্তর: পালরাজাদের।
প্রশ্ন: বাংলার প্রাচীনতম শহর কোনটি? উত্তর: পুণ্ড্র।
প্রশ্ন: প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ কোনটি? উত্তর: পুণ্ড্র।
প্রশ্ন: সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর: হরিকেল।
প্রশ্ন: চীনা পর্যটক হিউয়েন সাঙ সপ্তম শতকের মাঝামাঝি কোন জনপদটি ভ্রমণ করে একটি বিবরণী লিখেন? উত্তর: সমতট।
প্রশ্ন: কোন শাসক প্রাচীন জনপদগুলোকে একত্রিত করেন? উত্তর: রাজা শশাঙ্ক।
প্রশ্ন: মহাস্থানগড় এবং প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরী যে একই এটা শনাক্তকরণ করেন? উত্তর: স্যার আলেক্সান্ডার কানিংহাম।
প্রশ্ন: কোন শতকে বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়? উত্তর: ষষ্ঠ শতকে।
বাংলার প্রাচীন জনপদসমূহ
বরেন্দ্র রাজশাহী জেলার উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত।
সমতট কুমিল্লা ও নোয়াখালী জেলা নিয়ে গঠিত।
পুন্ড্র (মহাস্থানগড়) বগুড়া, রংপুর, দিনাজপুর এবং রাজশাহী। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ।
বঙ্গ ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর এই জনপদের অন্তর্ভুক্ত ছিল।
বাকেরগঞ্জ বরিশাল, খুলনা ও বাগেরহাট এই জনপদের অধীনে ছিল।
হরিকেল সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে এই জনপদ গঠিত ছিল।
গৌড় চাঁপাইনবাবগঞ্জ এবং বর্তমান ভারতের মুর্শিদাবাদ, মালদহ ও নদীয়া জেলা।
রাঢ় ভাগিরথী নদীর পশ্চিম তীরে (পশ্চিমবঙ্গ) এর অবস্থান ছিল। এর অপর নাম সূক্ষ্ম।

প্রাচীন যুগ


প্রশ্ন: প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? উ: পাথরের যুগকে।
প্রশ্ন: প্রস্তর যুগের পরবর্তী যুগকে কী বলা হয়? উ: ধাতুর যুগ।
প্রশ্ন: প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা যায়? উ: ২ ভাগে;

✅ পুরোপলীয় পুরাতন প্রস্তর যুগ

✅ নবোপলীয় নতুন প্রস্তুর যুগ


প্রশ্ন: বিজ্ঞানীদের মতে পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল কত বছর আগে? উ: ৫০,০০০ খ্রিস্ট পূর্বাব্দে (প্রায়)।
প্রশ্ন: বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয় আনুমানিক- উ: খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে।

প্রাচীন সভ্যতা


প্রশ্ন: কনফুসিয়াস কে? উ: চীনের দার্শনিক।
প্রশ্ন: মিসরকে 'নীলনদের দান' আখ্যা দিয়েছেন কে? উ: হেরোডোটাস।
প্রশ্ন: 'জরথ্রুস্টবাদ' কী? উ: পারস্যের প্রাচীন ধর্ম।
প্রশ্ন: ব্যাবিলনের শূন্য উদ্যান কারা গড়ে তুলেছিল? উ: ব্যাবিলনীয়রা।
প্রশ্ন: প্রাচীন মিসরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উ: নীলনদের তীরে।
প্রশ্ন: হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? উ: সিন্ধু নদীর তীরে।
প্রশ্ন: জুলিয়াস সিজার কে? উ: রোমান সম্রাট।
প্রশ্ন: ব্যাবিলনীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? উ: ব্যাবিলনে (বর্তমান ইরাকে)।
প্রশ্ন: প্রাচীন সভ্যতা কী কেন্দ্রিক গড়ে উঠেছিল? উ: নদীকেন্দ্রিক।
প্রশ্ন: সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? উ: মেসোপটেমিয়ায়।
বিভিন্ন সভ্যতার অবদান
পুরাতন পাথরের যুগ আগুন আবিষ্কার।
নতুন পাথরের যুগ (নব্য পলীয়) আগুনের ব্যবহার, লৌহ আবিষ্কার ও লৌহকে গলিয়ে চাকা তৈরি।
ব্রোঞ্জ যুগ ধাতু ও তামার ব্যবহার।
ক্যালডীয় সভ্যতা ধাতব মুদ্রার আবিষ্কার।
রোমান সভ্যতা আইন প্রণয়ন।

গ্রিক সভ্যতা


প্রশ্ন: প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে কোন সভ্যতায়? উ: গ্রিক সভ্যতায়।
প্রশ্ন: সভ্যতা ছাড়া গ্রিকদের আর কী কী অবদান ছিল? উ: জ্যামিতি (উপপাদ্য), গণিত, চিকিৎসা।
প্রশ্ন: গ্রিকদের অবদান কী ছিল? উ: সভ্যতার ক্ষেত্রে।
প্রশ্ন: কোন সভ্যতা নদীর তীরে গড়ে উঠেনি? উ: গ্রিক সভ্যতা।
প্রশ্ন: প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে কোথায়? উ: গ্রিসের এথেন্স ও স্পার্টা (সভ্যতার জন্ম)।

মিশরীয় সভ্যতা


প্রশ্ন: সভ্যতায় মিশরীয়দের প্রথম অবদান কী? উ: কৃষিকাজ (নীলনদে বাঁধ দিয়ে কৃষিকাজ করত)।
প্রশ্ন: মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী? উ: হায়ারোগ্লিফিক।
প্রশ্ন: ফারাওদের মৃতদেহকে পচনের হাত থেকে রক্ষার জন্য মিশরীয়রা কি তৈরি করেন? উ: মমি (পিরামিড)।
প্রশ্ন: 'মিশরকে নীল নদের দান' বলে অভিহিত করেছেন কে? উ: হেরোডেটাস।
প্রশ্ন: মিশরীয়দের সবচেয়ে বড় পিরামিডের নাম কী? উ: ফারাও খুফুর পিরামিড।
প্রশ্ন: ইতিহাসে কাদেরকে শ্রেষ্ঠ নির্মাতা বলা হতো? উ: মিশরীদেরকে।
প্রশ্ন: পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কে এক ঈশ্বরের ধারণা দেন? উ: ফারাও ইখনাটন।
প্রশ্ন: ৩৬৫ দিনে বছর ৩০ দিনে মাস গণনা কারা শুরু করেন? উ: মিশরীয়রা।
প্রশ্ন: মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? উ: নীলনদের তীরে।
প্রশ্ন: প্রাচীন মিশরীয় রাজাদেরকে কী বলা হতো? উ: ফারাও।
প্রশ্ন: সভ্যতায় মিশরীয়দের কী কী অবদান ছিল? উ: পিরামিড, লিখন পদ্ধতি, জ্যোতির্বিদ্যা।

মেসোপটেমীয় সভ্যতা


প্রশ্ন: মেসোপটেমীয় বলতে বর্তমান কোন দেশকে বুঝায়? উ: ইরাককে।
প্রশ্ন: মেসোপটেমীয় সভ্যতার কতটি পর্যায় ছিল? উ: ৪টি (সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসেরীয় ও ক্যালডীয় সভ্যতা)।
প্রশ্ন: মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে উঠে? উ: ইউফ্রেটিস ও টাইগ্রীস নদীর তীরে।
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? উ: মেসোপটেমীয় সভ্যতা।

সুমেরীয় সভ্যতা


প্রশ্ন: সভ্যতায় সুমেরীয়দের অবদান কী ছিল? উ: লিখন পদ্ধতি (কিউনিফর্ম)।
প্রশ্ন: মেসোপটেমিয়ায় গড়ে উঠা প্রাচীন সভ্যতা কোনটি? উ: সুমেরীয়।

ব্যাবিলনীয় সভ্যতা


প্রশ্ন: সভ্যতায় ব্যাবিলনীয়দের অবদান কী ছিল? উ: আইন প্রণয়ন।
প্রশ্ন: সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন হয় কোন সভ্যতার সময়? উ: ব্যাবিলনীয় সভ্যতা।
প্রশ্ন: ব্যাধিলনীয় সভ্যতার স্থপতি কে? উ: আমেরাইট নেতা হাম্মুরাব্বী।
প্রশ্ন: ব্যাবিলিয়নীদের আইন কী নামে পরিচিত ছিল? উ: হাম্মুরাব্বীর আইন।

অ্যাসেরীয় সভ্যতা


প্রশ্ন: কারা ৩৬০° কোণ আবিষ্কার করেন? উ: অ্যাসেরীয়রা।
প্রশ্ন: সভ্যতায় অ্যাসেরীয়দের অবদান কী? উ: আমোরাইট, যুদ্ধবিদ্যা, অস্ত্র ও হাতিয়ার তৈরি।
প্রশ্ন: কোন সভ্যতার লোকেরা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেছিল? উ: অ্যাসেরীয় সভ্যতার।
প্রশ্ন: পৃথিবীর ইতিহাসে কারা প্রথম গোলন্দাজ বাহিনী গঠন করেন? উ: অ্যাসেরীয় সভ্যতার লোকেরা।

ক্যালডীয় সভ্যতা


প্রশ্ন: সভ্যতায় ক্যালডীয়দের অবদান কী ছিল? উ: ব্যাবিলনের শূন্য (ঝুলন্ত) উদ্যান তৈরি।
প্রশ্ন: ৭ দিনে সপ্তাহ কারা গণনা শুরু করেন? উ: ক্যালডীয়রা।
প্রশ্ন: ব্যাবিলনের শূন্য উদ্যান কে তৈরি করেন? উ: নেবুচাঁদ নেজার।
প্রশ্ন: ক্যালডীয় সভ্যতার অপর নাম কী? উ: নতুন ব্যাবিলনীয় সভ্যতা।
প্রশ্ন: ব্যাবিলনীয় শূন্য উদ্যান বর্তমানে কোন দেশে অবস্থিত? উ: ইরাকে।

সিন্ধু সভ্যতা


প্রশ্ন: সিন্ধু সভ্যতায় কীসের নিদর্শন পাওয়া যায়? উ: পরিকল্পিত নগর ব্যবস্থা।
প্রশ্ন: সিন্ধু নদীর কোন তীরে মহেঞ্জোদারো নগরীটি ছিল? উ: পশ্চিম তীরে।
প্রশ্ন: সিন্ধু সভ্যতা ধ্বংসের অন্যতম কারণ কী? উ: প্রাকৃতিক বিপর্যয়।
প্রশ্ন: হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? উ: উত্তর-পূর্ব পাঞ্জাবের রাভী নদীর তীরে।
প্রশ্ন: সিন্ধু সভ্যতার গৌরবের অবস্থিত কাল অনুমান কত বছর? উ: পাঁচশত বছর।
প্রশ্ন: ঐতিহাসিকদের মতে কত সময় পূর্বে সিন্ধু সভ্যতা গড়ে উঠে? উ: খ্রিস্টপূর্ব তিন সহস্র বছর পূর্বে। (বর্তমান কাল থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে)।
প্রশ্ন: সিন্ধু সভ্যতার পতন ঘটে কখন? উ: ২৭৫০ খ্রিস্ট পূর্বাব্দে।
প্রশ্ন: সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল কারা? উ: দ্রাবিড় জাতিরা।
প্রশ্ন: সিন্ধু সভ্যতায় কয় ধরনের হরফবিশিষ্ট চিত্রলিপি পাওয়া যায়? উ: ২৭০ ধরনের।
প্রশ্ন: সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠে? উ: পাকিস্তানের মহেঞ্জোদারো ও হরপ্পাতে।
প্রশ্ন: সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে? উ: রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শাল, দয়া রাম সাহনী।
প্রশ্ন: সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কবে? উ: ১৯২২ সালে।
প্রশ্ন: কোন সভ্যতায় বাটখারা ব্যবহার শুরু করে? উ: সিন্ধু সভ্যতায়।
প্রশ্ন: সিন্ধু সভ্যতা কোন যুগের? উ: তাম্র যুগের।
প্রশ্ন: ভারতীয় উপমহাদেশের অতি প্রাচীন সভ্যতা কোনটি? উ: সিন্ধু সভ্যতা।
প্রশ্ন: প্রাচীন ভারতীয় সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে? উ: সিন্ধু নদীর তীরে।
প্রশ্ন: সিন্ধু সভ্যতার সাথে কোন সভ্যতার মিল রয়েছে? উ: সুমেরীয় সভ্যতা।
প্রশ্ন: সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়? উ: সীলমোহর।
প্রশ্ন: সীলমোহরসমূহ কিসের ছিল? উ: পাথরের।
প্রশ্ন: ঐতিহাসিকদের মতে সিন্ধু সভ্যতার বয়স কত? উ: ৫০০০ বছর।
প্রশ্ন: কোন অঞ্চলের সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়? উ: লারকানা জেলার মহেঞ্জোদারো এবং মন্টেগোমারী জেলার হরপ্পা নামক দুটি অঞ্চলের সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়।
প্রশ্ন: সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? উ: পাকিস্তানের সিন্ধু নদীর তীরে।
প্রশ্ন: হরপ্পা ও মহেঞ্জোদারো নগর দুটো মাটির নীচে চাপা পড়ে যায় কেন? উ: বন্যার পলির কারণে।
প্রশ্ন: তাদের বৃহত্তম স্নানাগারের আয়তন কত ছিল? উ: দৈর্ঘ্য ১৮০ ফুট, গ্রস্থ ১০৮ ফুট।

হিব্রু সভ্যতা


প্রশ্ন: সভ্যতায় হিব্রুদের অবদান কী? উ: ধর্ম প্রচার।
প্রশ্ন: হিব্রু আসলে কিসের নাম? উ: ভাষার নাম।
প্রশ্ন: পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি? উ: হিব্রু।
প্রশ্ন: হিব্রু অর্থ কী? উ: নীচু বংশের লোক বা যাযাবর।
প্রশ্ন: হিব্রু সভ্যতা কোন নগরীকে কেন্দ্র করে গড়ে উঠে? উ: জেরুজালেম।
শ্রেশ্ন: হিব্রু জাতি বর্তমানে কোন দেশে বসবাস করে? উ: ইসরাইল।

পারস্য সভ্যতা


প্রশ্ন: 'জরথুষ্ট' কে ছিলেন? উ: প্রাচীন ইরানিদের ধর্মগুরু।
প্রশ্ন: পারস্যের সবচেয়ে সফল শাসক কে ছিলেন? উ: দারিয়ুস।
প্রশ্ন: পারস্যের ধর্মের নাম কী ছিল? উ: জরথুষ্টবাদ।
প্রশ্ন: কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? উ: ইরান।
প্রশ্ন: সভ্যতায় পারস্যদের অবদান কী ছিল? উ: ধর্ম সংস্কার।

ফিনিশীয় সভ্যতা


প্রশ্ন: ফিনিশীয়দের কতটি বর্ণমালা ছিল? উ: ২২টি।
প্রশ্ন: সভ্যতায় ফিনিশীয়দের আর কী অবদান ছিল? উ: ব্যবসায়-বাণিজ্য ও নৌকা তৈরি।
প্রশ্ন: ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান কোনটি? উ: বর্ণমালা উদ্ভাবন বা লিখন পদ্ধতির আবিষ্কার।
প্রশ্ন: ফিনিশীয় সভ্যতার বর্ণমালাগুলোর বর্তমানকালে কিসের সাথে মিল রয়েছে? উ: বর্তমান কালের ব্যঞ্জন বর্ণ।
top
Back
Home
Gsearch